এসপিইএমপি’এর উদ্দেশ্য
বিদ্যমান সরকারী অর্থ ব্যবস্থাপনার সংস্কার কার্যক্রম আরো দৃঢ় ও শক্তিশালীকরন এবং বাংলাদেশের সরকারী অর্থ ব্যবস্থাপনাকে দক্ষ জবাবদিহিতামুলক এবং স্বচ্ছ করার উদ্দেশ্যে নতুন সংস্কারমূলক কার্যক্রম গ্রহন। এ কার্যক্রমের উদ্দেশ্য জীবনমান উন্নয়নের জন্য উন্নত জনসেবা প্রদানে সহায়তা দেয়া এবং সেই সাথে একদল সচেতন বাংলাদেশ নাগরিক তৈরী করা, যারা সরকারী ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহন করবে এবং সরকারের জন্য একটি উন্নত সরকারী অর্থ ব্যবস্থাপনা প্রতিষ্ঠার জন্য কাজ করবে.
অংশীদারগণ
সরকার :
বাংলাদেশ সরকারের তিনটি গুরুত্বপুর্ন বিভাগের মাধ্যমে এসপিইএমপি কে বাস্তবায়ন করা হচ্ছে।
১. অর্থ বিভাগ - অর্থ মন্ত্রণালয় ও সম্পৃক্ত মন্ত্রনালয় সমূহ
২. মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অধিদপ্তর
৩. সরকারী হিসাব, সম্ভাব্য ব্যয়খাত এবং দায়িত্ব গ্রহন সম্পর্কীত স্থায়ী কমিটি।
৪. পরিকল্পনা কমিশন।
সুশীল সমাজ ও গন মাধ্যম
অংশীদারগণ : দাতা সংস্থা গুলো -
-ইউ কে - আর্ন্তজাতিক উন্নয়ন বিভাগ (ডি এফ আই ডি)
-ইউরোপিয়ান ইউনিয়ন ( ইউ)
-দ্যানিশ আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা ( ডানিডা)
কানাডিয়ান আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা (সিডা) এবং বাংলাদেশে অবস্থিত নেদারলেন্ডে’স দুতাবাস সম্ভাব্য দাতা সংস্থা।
এসপিইএমপি পরিচালক
বিশ্ব ব্যাংক অফিস, ঢাকা, বাংলাদেশে অবস্থিত এসপিইএমপি কার্যালয়,
বিশ্ব ব্যাংক অফিস, ঢাকা
প্লট নং . ই - ৩২, আগারগাঁও, শেরে বাংলা নগর
ঢাকা- ১২০৭ , বাংলাদেশ
টেলিফোন : ৮১৫৯০০১- ১৪, ফ্যাক্স - ৮১৫৯০২৯-৩০
ই-মেইল- spemp@worldbank.org
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন